সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া পড়া অবস্থায় একটি হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম (৩২) পালিয়ে গেছে।
সে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মহিউদ্দিনের ছেলে।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চম্পক দাম বাদাঘাট থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে হাতকড়া পড়িয়ে তাকে বসিয়ে রাখার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে পালিয়ে যায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চম্পদ দাম জানান, আসামিকে ফের গ্রেফতারে চেষ্টা চলছে।
২০১৬ সালে ২রা নভেম্বর রাতে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের পান দোকানি মানিক মিয়া হত্যা মামলায় শফিকুল ইসলাম প্রধান আসামি বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply