তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাঁজা উদ্ধারকালে পুলিশ ও মাদক ব্যবসায়ীর মধ্যে সংর্ঘষে পুলিশের মোটরসাইকেল চালক সহ ৬ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মোটরসাইকেল চালক সেলিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসান ও এএসআই রাজু কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামে মাদক ব্যবসায়ী জুলহাস মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় জুলহাস মিয়া ও তার আত্মীয়স্বজন সহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ দলকে আক্রমণ করে।
খবর পেয়ে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমানে নেতৃত্বে পুলিশের আরেকটি দল রাতভর জুলহাস মিয়াকে গ্রেফতারে অভিযান চালায় এবং তার ঘর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। তবে ভোররাতে উপজেলার চাঁনপুর ও বৃন্দারবন গ্রাম থেকে আলী আমজাদ ও এখলাস মিয়া নামের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Leave a Reply