তাহিরপুর প্রতিনিধি : এক সপ্তাহে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে হয়েছে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। এছাড়া জেলা সদরের সাথে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
গত দুই দিন ধরে উপজেলার বাগলী শুল্ক স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন, বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আব্দুল খালেক মাস্টার, সহ সভাপতি উমর আলী, কোষাধ্যক্ষ ডা মনির হোসেন ও সদস্য আলী হোসেন। কৃষক লীগ নেতা গোলাম মস্তফা ও ইউপি সদস্য আবুল কালাম জানিয়েছেন, বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এমনকি মসজিদ-মন্দিরের ভিতরেও পানি প্রবেশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক পাঠদান বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply