সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভাই-ভাতিজার হাতে নূরুল আমিন খুনের ঘটনায় র্যাব-৯ পাঁচ আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন নূরুল আমিনের ভাই আর দুই জন ভাতিজা। তারা হলো, নূরুল হক, শাহজাহান, শাহ আলম এবং নূরুল হকের ছেলে রুমনাজ মিয়া ও নাঈম মিয়া।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র্যাব-৯ সুনামগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন র্যাব-৯ অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা লে কমান্ডার সিঞ্চন আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলেদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ১৯ জানুয়ারি তিন ভাই ও দুই ভাতিজা মিলে নূরুল আমিনকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে তাছকিরুল ইসলাম বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই আসামিরা আত্মগোপন করে।
তবে র্যাব-৯ সদস্যরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি সকালে ঢাকার ফকিরাপুল এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ নিয়ে আসেন।
Leave a Reply