তাহিরপুর প্রতিনিধি : করোনকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করেও এবার ঈদুল আজহার ছুটিতে সুনামগঞ্জের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি তাহিরপুর উপজেলার টাঙগুয়ার হাওর, জয়নাল আবেদীন শিমুল বাগান, শহীদ সিরাজ লেক, বারেকটিলা ও রূপের নদী যাদুকাটায় প্রকৃতিপ্রেমিদের ঢল নেমেছে
দেশে করোনা সংক্রমণ শুরুর পরিপ্রেক্ষিতে এই পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। ঈদুল আজহায়ও এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল; কিন্তু তা প্রকৃতির টানের কাছে হার মানে। এতে বিপাকে পড়ে প্রশাসন। কারণ কোথাও স্বাস্থ্যবিধির বালাই ছিলনা। পর্যটকরা সব নিয়মকানুন তুচ্ছ করে প্রতিটি পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন।
তবে প্রশাসনও কঠোর অবস্থানে যাচ্ছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, পর্যটকরা স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেকে নৌকায় উচ্চস্বরে লাউড স্পিকার বাজিয়ে গভীর রাত পর্যন্ত ঘুরাফেরা করায় হচ্ছে শব্দ দূষণ। এ অবস্থায় পর্যটকের সতর্ক করা হয়েছে। না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply