তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত সংলগ্ন পাটলাই নদীতে বিভিন্ন মালবাহী নৌকায় চাঁদাবাজির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদা আদায়ে ব্যবহৃত নৌকা ফেলেই চাঁদাবাজরা পালিয়ে গেছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
থানার এসআই হুমায়ুন কবীর জানান, কয়েকদিন যাবত সংঘবদ্ধ এক দল চাঁদাবাজ কয়লা ও চুনাপাথর ভর্তি নৌকার মাঝিদের মারধর করে অবৈধভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছিল। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলের কাছে পৌঁছামাত্র চাঁদাবাজরা নিজেদের নৌকা ফেলেই সাঁতরে ও দৌঁড়ে পালিয়ে যায়। ইঞ্জিন চালিত এ নৌকাটি পুলিশ জব্দ করেছে।
Leave a Reply