তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে চুনখলা হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ফেরিওয়ালা স্বপন মিয়ার মরদেহ ৩ দিন পর ভেসে উঠেছে।
শুক্রবার ভোরে মরদেহটি হাওরে ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।
তাহিরপুর থানার এএসআই আবু মুসা জানান, দুই দিন ধরে সিলেট থেকে আসা ডুবুরি দল, পুলিশ ও এলাকার লোকজনের সহযোগিতায় নিখোঁজ ফেরিওয়ালার সন্ধান চালায়; কিন্তু উদ্ধার করতে ব্যর্থ হয়।
উল্লেখ্য, স্বপন মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর ছেলে।
Leave a Reply