তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ‘করোনা’ ভাইরাসে এক জ্যেষ্ঠ নার্স সহ আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী।
গত ১৭ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হলে ফলাফল পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০ মে পর্যন্ত উপজেলার ১২০ জনের নমুনা ঢাকা ও সিলেটে পাঠানো হয়। এর থেকে ৫ মে ৬ জন, ১৩ মে ৩ জন ও ২১ মে ৩ জনের ফলাফল পজিটিভ এসেছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইকবাল হোসেন জানান, সবাইকে লকডাউনে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply