তাহিরপুর প্রতিনিধি : নানান আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা ও পরে কেক কাটা হয়।
পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম ও জেলা বিএনপির সাংগঠনিক কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দলীয় কার্যালয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়। বিএনপির উপজেলা সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সহ সাধারণ সম্পাদক জুনাব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সহ সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, ওলামা দলের সভাপতি আবু সাইদ মওলানা ও কৃষক দলের সভাপতি আব্দুল মন্নান।
Leave a Reply