সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন, উত্তর বড়দল ইউনিয়ন ও দক্ষিণ বড়দল ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাদাঘাট বাজারে যৌখভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বাদাঘাট ইউনিয়ন আহবায়ক সামছুল ইসলামের সভাপতিত্বে এবং উত্তর বড়দল ইউনিয়ন আহবায়ক দিলোয়ার হোসেন ও দক্ষিণ বড়দল ইউনিয়ন আহ্বায়ক রহমত আলীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নারী সাংসদ শামীমা শাহরিয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান ও সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শামীমা শাহরিয়ার শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান।
Leave a Reply