সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ বছর বয়সী এক শিশুর গলায় দা ঠেকিয়ে মাদক সেবন করিয়ে টিকটক ভিডিওচিত্র ধারণ করার দায়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো মিজানুর রহমান জানান, গোয়েন্দা ও থানা পুলিশ সোমবার কয়েকদফা অভিযান চালিয়ে এই কিশোরদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, তাহিরপুর উপজেলার পাগলপুর গ্রামের হরমুজ আলীর ছেলে মনির হোসেন, কাশতাল চরগাঁও গ্রমের হাবিবুর রহমান সংগ্রামের ছেলে মজিবুর রহমান সাগর, কামড়াবন্দ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে তোফিকুল ইসলাম রনি, বাদাঘাট গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে আলম শেখ, আনোয়ার মিয়ার ছেলে আনিসুল বারি তারেক, পৈলনপুর গ্রমের আব্দুল গফুরের ছেলে মোজাম্মেল হক, বাদাঘাট বাজারের খোরশেদ আলমের ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহ ও নাজির হোসেনের ছেলে মাহমুদুল হাসান দিপু ।
Leave a Reply