তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে আব্দুল জব্বার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার বিকেলে চাচা আব্দুল জব্বারের বাড়িতে ভাতিজা দিলু মিয়ার মা রত্না বেগম টিউবওয়েলের পানি আনতে গেলে বাঁধার সম্মুখিন হন। এনিয়ে দিলু মিয়া ও আব্দুল জব্বারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়।
এতে আব্দুল জব্বার গুরুতর আহত হন। তাকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখবর লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply