নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সংবর্ধনা জ্ঞাপন করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে জেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি করের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, জেলা আওয়ামী লীগ নেতা জুনেদ আহমেদ ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন।
Leave a Reply