সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ২ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব। তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখর রায়ের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নূরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, গোলাম রাব্বী জাহান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, সাংবাদিক রাজন চন্দ, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
Leave a Reply