সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও থানার তৎকালীন ওসি সহ ৭ জনকে করাগারে প্রেরণ করা হয়েছে।
রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০০২ সালে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ চলাকালে ভাটি তাহিরপুর গ্রামের বদরুজ্জামানের ছেলে জয়নাল আবেদীন কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এ ব্যাপারে তিন দিন পর তাহিরপুর থানার তৎকালীন ওসি শরীফ উদ্দিন, তৎকালীন ছাত্রদল সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল ও ছাত্রদল নেতা জুনাব আলী সহ ৭ জনের নাম উল্লেখ করে নিহত ওয়াহিদুজ্জামান শিপলুর মা আমিরুন নেছা বাদি হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।
মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৩১ আগস্ট রায়ের দিন ধার্য করা হয়েছে।
Leave a Reply