নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জের তাহিরপুর থেকে গৃহবধূ আজমিনা বেগম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও তার সহযোগীদের আটক করেছে।
তাহিরপুর থানা পুলিশ বুধবার আজমিনা বেগমের (২৪) ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে পুলিশের পাশাপাশি র্যাব অভিযানে নামে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় র্যাব-৯ তাহিরপুর উপজেলার জৈতাপুর-জামবাগ এলাকা হতে আজমিনা বেগম হত্যার প্রধান অভিযুক্ত মো গোলাপ মিয়া এবং তার সহযোগী মোহাম্মদ সোহাগ ও হেলেনা বেগমকে আটক করে।
র্যাব-৯ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তিনজনই হত্যাকাণ্ডের পরিকল্পনা, কার্যক্রম ও উদ্দেশ্য স্বীকার করে। তাদেরকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply