বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভুর জন্মধামে গঙ্গাস্নান ও হযরত শাহ আরেফিনের (র) বার্ষিক পবিত্র ওরস উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৩১ মার্চ বিকেলে বিশ্বম্ভরপুর থানার ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান ও ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মিলন খান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, এ বছর পবিত্র রমজান মাস হওয়ায় সকল প্রকার সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধার জন্যে যানবাহন ও খেয়াঘাটের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ওরস ও মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প বসানো হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি থাকবে মেটাল ডিটেক্টর দ্বারা দেহ ও ব্যাগ তল্লাশিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি। এছাড়া ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে যাতায়াতকারীদের নিরাপত্তায় পুলিশ ও বিজিবির সার্বক্ষণিক টহল থাকবে।
Leave a Reply