তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে কয়লা ডিপো থেকে জহুর আলী (৫০) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জহুর আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। শনিবার দুপুরে বড়ছড়া কয়লা ও শুল্ক স্টেশনের সোহেল এন্টারপ্রাইজ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সোহেল এন্টারপ্রাইজের মালিক জাহের আলী শুক্রবার সন্ধ্যায় জহুর আলীকে কয়লা ডিপোতে রেখে বাড়ি চলে যান। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ফিরে এসে দেখেন, অফিসের দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে পরে বিষয়টি স্পষ্ট হবে।
Leave a Reply