তাহিরপুর প্রতিনিধি : মাত্র একঘণ্টার জন্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাও অষ্টম শ্রেণির এক ছাত্রী। না, বিস্মিত হওয়ার কিছু নেই। আসলে বিষয়টি ছিল প্রতীকী। সোমবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।
‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট-ইরার উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই-মুভস প্রকল্পের গার্লস টেইক ওভার-২০২০ কর্মসূচির আওতায় আদিবাসী কন্যা শিশুদেরকে অধিকার সচেতন করতে এক ঘণ্টার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করানো হয়।
প্রতীকী চেয়ারম্যান জাতীয় শিশু টাস্কফোর্স সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নন্দিতা হাজংকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মেম্বাররা ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
চেয়ারম্যান হিসেবে নন্দিতা হাজং বড়দল উত্তর ইউনিয়নকে মাদক ও দুর্নীতি মুক্ত এবং সুশাসন নিশ্চিত করতে ইউনিয়নবাসীসহ সকলকে সহযোগিতার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শবদর আলী। ওয়াই-মুভস প্রকল্প কর্মকর্তা ফয়সাল আহমেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়ক মোশাররফ হোসেন।
Leave a Reply