সুনামগঞ্জ প্রতিনিধি : ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভূলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা বিভাগের ইনচার্জ মিজানুল ইসলাম মোল্লা, শেখ আতাউর রহমান, তরিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম, সাকিল আহমেদ ও মিজানুর রহমান।
চিকিৎসা সেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত ডা জোবায়ের আহমদ ও ডা তানভীর।
Leave a Reply