তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ সংঘর্ষে আহত সাংবাদিকের মামলা না নেওয়ায় সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা বলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাটা সড়কপাড়া গ্রামে ২৫ মে উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি এম এ রাজ্জাক ও আব্দুর রশীদের ছেলে এরশাদ আলম বিশু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে আহত হয় ৪ জন। এই ঘটনার ৫ দিন পর তাহিরপুর থানা পুলিশ অন্য পক্ষের মামলা নিলেও রহস্যজনক কারণে সাংবাদিক এম এ রাজ্জাকের মামলা নেয়নি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সাংবাদিক আবির হাসান মানিক, সামায়ুন কবীর, শফিকুল ইসলাম স্বাধীন, মুবিনুর মিয়া, রোমান আহমেদ তুষা, টাইফুন মিয়া, উজ্জ্বল হাসান, সাকিল হাসান ও শাহ আলম।
এবিষয়ে যোগাযোগ করা হলে, তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, তিনি কোন লিখিত অভিযোগ পাননি।
সাংবাদিক এম এ রাজ্জাক জানান, ঘটনার পরদিন তিনি নিজে বাদি হয়ে অভিযোগ দেন। পরে ওসির পরামর্শ অনুসারে তার বড়ভাই নূরু মিয়া বাদি হয়ে পুনরায় অভিযোগ দায়ের করেন।
Leave a Reply