সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলীবাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাগলীবাজরে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে এ হামলা হয়। হামলাকারীরা কার্যালয়ে ঢুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ভাংচুর এবং যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মারধোর করে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল হায়দার লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শেখ মোস্তফা, যুবলীগের যুগ্ম আহবায়ক ডা মনিরুজ্জামান মনির, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল গফুর ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শিপন হায়দার।
Leave a Reply