তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় অতিরিক্ত টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে।
যাদুকাটা নদীতে চলাচলকারী নৌকার মালিক, শ্রমিক, সর্দার ও হাজী নোয়াজ আলী ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সকালে উপজেলার সোহালা নতুন বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিক মিয়া, উপদেষ্টা বাছির মিয়া, মুক্তিযোদ্ধা আদুস ছাত্তার, জসিম উদ্দিন, নাছির মিয়া, শহিদ মিয়া ও আব্দুল আলী।
বক্তারা অভিযোগ করেন, টোল আদায়ের সরকার নির্ধারিত তালিকা থাকা সত্ত্বেও ইজারাদারদের লোকজন জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর যাদুকাটা ও রক্তি নদীতে অতিরিক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাদুকাটা নদীর নৌকা মালিক সমিতি লিখিত আবেদন জানায়।
Leave a Reply