আবির হাসান, তাহিরপুর : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। অদূরে ভারতের মেঘালয় পাহাড়। স্বচ্ছ জলের উপর ভাসমান সবুজ পাতায় শেওলা ধরা রঙ। এর মাঝেই মাথা উঁচু করে দাঁড়ানো লাল শাপলা এখন পর্যটকদের মন কাড়ছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এ উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে বিকিবিল হাওর লাল শাপলার রাজ্য। প্রতিদিন এখানে দলে দলে ঘুরতে আসেন পর্যটকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মগ্ন থাকেন লাল শাপলার রূপলাবণ্য উপভোগে। পাশে ভারতের মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
বিকিবিল হাওরের পাশের গ্রামবাসী মাসুক মিয়া জানান, প্রকৃতির দান এই লাল শাপলা। বর্ষার শুরুতে জন্ম হলেও হেমন্তে বাহারি রূপ দেখে চোখ জুড়িয়ে যায়।
আশরাফুল আলম আকাশ বলেন, বর্ষা মওসুমের শুরুতে ফুল ফোটা শুরু হয়। প্রায় ৬ মাস জলাশয় ও নিচু জমিতে প্রাকৃতিক ভাবেই জন্ম নেয় লাল শাপলা। অন্যদিকে রান্নাবান্নায় তরকারি হিসেবে ব্যবহারের কারণে সাদা শাপলার সংখ্যা কমে যাচ্ছে।
Leave a Reply