তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পুলিশের সাড়াশি অভিযানে ১১টি নৌকা ও ৯ বালি-পাথর উত্তোলনকারী শ্রমিক আটক হয়েছে।
অবৈধভাবে নদীর তীর থেকে ‘সেইভ মেশিন’ নামে পরিচিত ইঞ্জিন চালিত অবৈধ যন্ত্র দিয়ে বালি-পাথর উত্তোলন করার সময় সোমবার বিকালে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমির উদ্দিন ও এএসআই জহিরুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান আটককৃত নৌকা পুড়িয়ে ধ্বংস করেন। এছাড়া ভ্রামমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেক শ্রমিককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের মঙ্গলবার কারাগারে পাঠানো হবে।
Leave a Reply