সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকখিলা গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা হারিদুল মিয়া (৪১) ও ছেলে তারা মিয়া (১৩) মারা গেছেন।
এলাকাবাসী জানান, শনিবার সকাল ৮টার দিকে পিতা-পুত্র গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাত হলে দু’জনেই পানিতে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল নিহতদের বাড়িতে ছুটে যান এবং পরিবারকে সরকারি অনুদান হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করেন।
Leave a Reply