তাহিরপুর প্রতিনিধি : প্রায় ৪ মাস পর সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে ফের ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে।
বুধবার বিকালে ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার এসাসিয়েশনের সভাপতি এফাসিং মারউইন ও সাধারণ সম্পাদক এফএফ নং ব্রি কয়লাবাহী ট্রাক বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে বাংলাদেশে পাঠান। এগুলো গ্রহণ করেন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার।
আইনি জটিলতায় কয়েক দফা ভারতীয় কয়লা আমদনি বন্ধ থাকার পর বড়ছড়া শুল্কস্টেশন দিয়ে আবার আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এজন্যে বড়ছড়া জিরো পয়েন্ট এলাকায় বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক জাহের আলী, সচিব রাজেস তালুকদার, কয়লা আমদানি কারক জিল্লুর রহমান, তোতা মিয়া ও মিজানুর রহমান।
Leave a Reply