তাহিরপুর প্রতিনিধি : আইফেল টাওয়ার নামে খ্যাতি পাওয়া সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার বারেকের টিলা বা বারিক্কার টিলায় সহজে উঠার সুবিধার্থে আঁকাবাঁকা রাস্তাটি বারবার আশ্বাস দেওয়ার পরও সংস্কার করা হচ্ছেনা। ফলে প্রকৃতির অপরূপ রূপ দর্শনে আসা পর্যটকদের দুর্ভোগ রয়েই গেছে।
বারেকের টিলার তলদেশ দিয়েই রূপের নদী যাদুকাটা প্রবাহিত হয়েছে, যার স্বচ্ছ নীলাভ স্রোতের ধারা সববয়সের প্রকৃতিপ্রেমিদের কাছে টানে; কিন্তু আঁকাবাঁকা রাস্তাটির অনেক জায়গায় পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই সবসময় দুর্ঘটনার আশঙ্কা লেগে থাকে।
বারেকের টিলার সৌন্দর্য উপভোগ করতে কুষ্টিয়া থেকে আসা ইমরান আহমেদ জানালেন, আঁকাবাঁকা রাস্তায় গর্ত থাকায় মোটরসাইকেল নিয়ে উপরে উঠার সাহস হয়নি। তাই উঠতে খুব কষ্ট হয়েছে।
পেশাদার মোটরসাইকেল চালক জাকির হোসেন জানান, রাস্তাটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকবাসী শাহরিয়ার হাসান রুবেল জানান, এপর্যন্ত বেশ কয়েকজন দুর্ঘটনায় পতিত হয়েছে।
উপজেলা উপ সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, রাস্তাটি দ্রুত সংস্কারের প্রকল্পটি ঝুলে আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান, দ্রুত এ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply