তাহিরপুর প্রতিনিধি : করোনা পরিস্থিতির কারণে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর থেকে তাহিরপুর উপজেলার বাগলী শুল্ক স্টেশন দিয়ে ফের চুনাপাথর আমাদানি শুরু হয়েছে।
উপজেলার ৩টি শুল্ক স্টেশন দিয়ে এই দীর্ঘ সময় কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ থাকায় আমদানিকারক ও শ্রমজীবী মানুষরা বিপাকে পড়েন। তবে এবার কিছুটা হলেও সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি মো. খালেক মোশাররফ জানিয়েছেন, চুনাপাথর আমাদানি শুরু হওয়ায় কিছুটা স্বস্তিবোধ করছেন। প্রথম দিন ৬৩ মেট্রিক টন চুনাপাথর আমাদানি হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনির, সহ সভাপতি মো. উমর আলী, কার্যকরী কমিটির সদস্য শেখ মোস্তফা, লিটন মিয়া ও আলী হোসেন।
সহকারী রাজস্ব কর্মকর্তা মো. দুলাল বেগ জানিয়েছেন, আইনি জটিলতা না থাকলে এখন থেকে প্রতিদিন এলসি করা চুনাপাথর আমদানি কার্যক্রম চালু থাকবে।
Leave a Reply