সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে অভিযোগের দ্বিতীয় দফা শুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুনূর রশিদের কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত ইউএনওর বক্তব্যও শোনা হয়েছে।
শুনানিতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, অ্যাডভোকেট নানু মিয়া, এপিপি নূরে আলম সিদ্দিকী, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম ও অ্যাডভোকেট হিমেল।
অভিযোগকারী নারী উপস্থিত সাংবাদিকদের কাছে আবারো ইউএনও আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে ১১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যাবার অভিযোগ করেন।
Leave a Reply