সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী, আলমপুর ও গোটাটিকর শিল্প এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
এছাড়া জিন্দাবাজার, জেলরোড, বারুতখানা ও জল্লারপার এলাকায় ‘লাঙ্গল’ মার্কার পক্ষে দলীয় নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
শুক্রবার, ১৬ জুন সন্ধ্যায় গণসংযোগ ও প্রচারণা শেষে গোটাটিকর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় নজরুল ইসলাম বাবুল বলেন, ‘ভোটের মাঠে আমার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা আমাকে বির্তকিত করতে মাথা বেঁধে মাঠে নেমে। নানা ষড়যন্ত্র হচ্ছে। ২১ জুন সকল ষড়যন্ত্রের জবাব সিলেটের জনগণ ভোটের মাধ্যমে দিবেন ইনশাআল্লাহ।’
তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা তার প্রতি আছে। মানুষের ভালোবাসাই তার সম্বল। সাধারণ মানুষ ২১ জুন নির্বিঘ্নে ভোট দিতে পারলে ‘লাঙ্গল’ মার্কার বিজয় নিশ্চিত হবে।
পথসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা সদস্য সচিব সাইফুদ্দিন খালেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply