বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শুধু বিএনপির নেতা নন-তিনি একটি আদর্শ ও রাজনীতির ধারক এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক।
তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে রবিবার রাতে মহানগরীর কুমারপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ষড়যন্ত্রের কারণে তারেক রহমান প্রায় নির্বাসিত জীবনযাপন করছেন। আজকে যারা দেশে লুটপাট করছেন, তারেক রহমান ফিরে এলে তারা তাদের দুরভিসন্ধি বাস্তবায়ন করতে পারবেন না।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ১/১১ এর সময় যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তা অব্যাহত রয়েছে।
Leave a Reply