বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম বলেছেন, ‘শহীদ’ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। ‘অবৈধ বাকশালী’ সরকার তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে দেশত্যাগে ও প্রবাসে থাকতে বাধ্য করেছে।
তিনি আরো বলেছেন, সরকার আগামীর সম্ভাবনাময় সমৃদ্ধ বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখতেই ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলায় সাজা প্রদান করেছে এবং একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ‘শহীদ’ জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমানের নির্দেশে ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। মুখে বলে আর স্লোগান দিয়ে তারেক রহমানকে ভালবাসার প্রতিফলন হবেনা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে তিনি রবিবার রাতে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
দলের জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে মহানগরীর সোবহানিঘাটে একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলার সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলার জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ সভাপতি ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, মহিচ্ছুন্নাহ চৌধুরী নার্জিস, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহিলা সম্পাদক সিটি কাউন্সিলার সালেহা কবির শেপী, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
আলোচনা ষভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা ও মহানগর জাসাস নেতাকর্মীরা গান পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কাটা হয়।
Leave a Reply