তাহিরপুর প্রতিনিধি : রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদল ছাত্র সমাবেশ করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি/১০ মাঘ) বিকেলে উপজেলার বাদাঘাট বাজারে এই সমাবেশ যৌথভাবে আয়োজন করে বাদাঘাট ইউনিয়ন ছাত্রদল, বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদল ও বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল হক রুবেলের সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল। এছাড়াও জেলা ও উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।