মাধবপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপি গণসমাবেশ করেছে।
রবিবার, ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরে উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি অলি উল্লাহ, পারভেজ হোসেন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সহসভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি, যুগ্মসাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, বিএনপি নেতা ইয়াকুব খান, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্মআহ্বায়ক এমদাদুল হক সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক আল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক আলমগীর কবির ও রাসেল মিয়া।