সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সুনামগঞ্জে জেলা যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার দুপুর ১২টায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিনের নেতৃত্বে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি এসে সমাবেশে মিলিত হয়।
অপরদিকে জেলা ছাত্রদলের আহবায়ক নূরুল ইসলাম নুরুলের নেতৃত্বে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোজা শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন ও পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ।
Leave a Reply