নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শনিবার বিকেলে মহানগর বিএনপি মহানগরীর রেজিস্টারি মাঠে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার অবদুল মুক্তাদির এবং কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুর হক চৌধুরী। সভাপতিত্ব করেন, মহানগর সভাপতি নাসিম হোসেইন। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে।
তারা আন্দোলন-সংগ্রামে এক থাকতে বিএনপি পরিবারের সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply