নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার বিকেলে সিলেট মহানগরীর রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসেইন। জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, মহানগর সহ সভাপতি সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জেলা সহ সভাপতি একেএম তারেক কালাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে কোন ষড়যন্ত্র জাতি মেনে নেবে না। আওয়ামী ‘অবৈধ’ সরকার ক্ষমতার আসার পর থেকেই বিভিন্ন ‘ষড়যন্ত্রমূলক’ মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে জাতিকে বিভ্রান্ত করছে। যতই ষড়যন্ত্র হয়েছে তারেক রহমানের জনপ্রিয়তা ততই বৃদ্ধি পেয়েছে। কোন ষড়যন্ত্রই সফল হবে না।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
Leave a Reply