হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আরডি হল প্রাঙ্গণে জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী পরিচালনায় এক পথসভায় বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, আরিফে রাব্বানী টিটু, ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগন।
বক্তারা অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply