সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার দুপুরে পুরাতন বাস স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কামারখাল সেতু সংলগ্ন এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সেলিম উদ্দিন, নাদের আহমদ, যুবদল সভাপতি আবুল মুনসুর শওকত, সহ সভাপতি সুজন আহমদ, আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েছ, ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামুজ্জামান ও সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন।
Leave a Reply