‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মো নূর হোসেনের নেতৃত্বে সোমবার (২০ জানুয়ারি/৬ মাঘ) আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার ওপর গুরুত্ব আরোপ করেন।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ প্রতিযোগিতায় জেলার ১৩টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের অ্যাথলেটরা অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতায় নির্বাচিতদের নিয়ে গঠিত জেলা অ্যাথলেটিকস দল আগামী ২৪ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের অ্যাথলেটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পিআইডি সিলেট