নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণগ্রামে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী বিনটুরং ধরা পড়েছে। বাংলাদেশে এ নিয়ে মাত্র তৃতীয়বার এই জাতীয় প্রাণীর দেখা মিললো। এর আগে মৌলভীবাজারের আদমপুর ও বান্দরবানে বিনটুরংয়ের দেখা পাওয়া যায়।
ব্রাহ্মণগ্রামে একটি গাছ থেকে হঠাৎ মাটিতে পড়ে যায় বিনটুরংটি। খবর পেয়ে বণবিভাগ প্রাণীটিকে নিজেদের তত্ত্বাবধানে এনে প্রাথমিক চিকিৎসা দেয়।
বন বিভাগের তথ্য মতে, দক্ষিণ-পূর্ব এশিয়াতে বিনটুরংয়ের বসবাস হলেও ইতোমধ্যে এই প্রজাতির প্রাণীর ৭০ ভাগই বিলুপ্ত হয়ে গেছে।
বন বিভাগ জানায়, এই প্রাণীর চিকিৎসা করার জন্যে সিলেটে কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় বিনটুরংকে শ্রীমঙ্গলে পাঠিয়ে চিকিৎসা ব্যবস্থা করা হবে।
পরে আদমপুর বনে বিনটুরংটিকে অবমুক্ত করার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply