নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতের মামলায় রাগীব আলীর ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তার ছেলে আব্দুল হাই, মেয়ে রোজিনা কাদির, জামাতা আব্দুল কাদির ও নিকট আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদের কারাদণ্ড হয়েছে ১৬ বছর করে। তবে অন্য আসামি পঙ্কজ কুমার গুপ্তকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বৃহস্পবিার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
এর আগে কড়া নিরাপত্তায় রাগীব আলী ও আব্দুল হাইকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি দেওয়ান মোস্তাক মজিদ এবং তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তও উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি রোজিনা কাদির ও আব্দুল কাদির পলাতক রয়েছেন।
বিচারক বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৭ ও ৪৬৮ ধারায় রাগীব আলীকে ৬ বছর করে এবং ৪২০ ও ৪৭১ ধারায় এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া একই ধারায় আব্দুল হাই, রোজিনা কাদির, আব্দুল কাদির ও দেওয়ান মোস্তাক মজিদকে ১৬ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে রাগীব আলী সহ দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।
১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসমিরা হাজার কোটি টাকা মূল্যের তারাপুর চা-বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করে নেন।
Leave a Reply