নিজস্ব প্রতিবেদক : সিলেটের তারাপুর চা বাগান মামলায় শিল্পপতি রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাকে হাজির করে তার জামিন চাইলে জামিন না মঞ্জুর করে বিচারক আব্দুল হাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুপুরে ভারত থেকে ফেরার পথে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ আব্দুল হাইকে গ্রেফতার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
সিলেট মহানগরীর উপকণ্ঠে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের মামলায় শিল্পপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার মালিক রাগীব আলী ও তার ছেলে পত্রিকাটির সম্পাদক আব্দুল হাইয়ের বিরুদ্ধে ১০ই আগস্ট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ঐ দিন বিকেলেই তারা সপরিবারে ভারত পালিয়ে যান তারা।
Leave a Reply