নিজস্ব প্রতিবেদক : একাত্তরের ১৮ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা সিলেট মহানগরীর তারাপুর চা বাগানে গণহত্যা চালায়।
সেদিন শহীদ হন তারাপুর চা বাগানের মালিক পরিবারের পাঁচজন এবং চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক সহ ৩৯ জন। তবে মরদেহগুলোর শেষকৃত্য পর্যন্ত করা যায়নি।
এই বীর শহীদরা হলেন, রবীন্দ্র নাথ গুপ্ত, রাজেন্দ্র লাল গুপ্ত, রজত গুপ্ত, জহরলাল গুপ্ত, রণজিৎ কুমার গুপ্ত, ডা ক্ষিতীশ চন্দ্র দে, নরেশ দেব, নরেশ চক্রবর্তী, নারায়ন চক্রবর্তী, নবীরাম, মহেন্দ্র পাল, দুর্গেশ দাস, মহেন্দ্র কড়ামুদি, লচমন কড়ামুদি, পরেশ কড়ামুদি, হরেন্দ্র কড়ামুদি, পূরণ কড়ামুদি, মথুরা কড়ামুদি, মনোরঞ্জন কড়ামুদি, চুনী কড়ামুদি, মিটকু কড়ামুদি, জগন্নাথ কড়ামুদি, রসই কড়ামুদি, নিমাই কড়ামুদি, লক্ষিন্দর ঘাটয়ার, লুবিয়া ঘাটয়ার, সিকিন্দর ঘাটয়ার, গোপেশ ঘাটয়ার, দুখু ঘাটয়ার, অতুল ঘাটয়ার, সুরেন্দ্র ভূমিজ, দশরথ ভূমিজ, ভরত ভূমিজ, ফটিক হালদার, বরদা হালদার, যোগেশ্বর হালদার, অমূল্য হালদার, ভরত বল্লভ ও বলাই ভূমিজ।
Leave a Reply