নিজস্ব প্রতিবেদক : সিলেটে তারাপুর চা বাগান দখল সংক্রান্ত দুটি মামলায় পলাতক আসামি আলোচিত শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইকে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার দুপুর ১২টা ৪০মিনিটে ভারতের করিমগঞ্জ থেকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে স্ত্রী-সন্তান সহ দেশে ফেরার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মহানগরীর উপকণ্ঠ পাঠানটুলায় দেবোত্তর সম্পত্তির তারাপুর চা বাগান ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করে বন্দোবস্ত নেন দৈনিক সিলেটের ডাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি রাগীব আলী ও তার ছেলে একই পত্রিকার সম্পাদক আবদুল হাই।
এ ঘটনায় ২০০৫ সালের ২৭শে সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদি হয়ে রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেয়।
তবে এ বছরের ১৯শে জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা বাগান পুনরুদ্ধারের রায় দেন। এ রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশও দেয়া হয়।
উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মহানগর বিচারিক হাকিম আদালতের এক আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই পুনরায় তদন্ত করার নির্দেশ দেন। ১০ই জুলাই রাগীব আলী ও ছেলেকে অভিযুক্ত করে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে।
১০ই আগস্ট এ্ই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ঐ দিনই রাগিব আলী সপরিবারের পালিয়ে ভারতে চলে যান। এ অবস্থায় দুই আসামির অনুপস্থিতিতে ১৯শে সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
১৩ই অক্টোবর এ মামলায় প্রথম দফায় সিলেটের সাবেক জেলা প্রশাসক সহ পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।
জকিগঞ্জ প্রতিনিধি জানান, আব্দুল হাইকে আটকের পর জকিগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান খান জানান, ভারত থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরার পথে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় জকিগঞ্জ ইমিগ্রেশনের এসআই মোশারফ হোসেন আব্দুল হাইকে আটক করেন। এ সময় আব্দুল হাইর সাথে ছিলেন তার স্ত্রী ভারতীয় পাসপোর্টধারী সিদ্দিকা জান্নাত চৌধুরী ও শিশুপুত্র সৈয়দ আজমিন আমিন। তবে কোন অভিযোগ না থাকায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকেই বেশ কয়েকটি গাড়ি জকিগঞ্জ কাস্টমস এলাকায় প্রস্তুত রাখা হয় আব্দুল হাইকে সিলেট মহানগরীতে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া রাগীব আলীর মালিকানাধীন দৈনিক সিলেটের ডাক পত্রিকার সংশ্লিষ্ট কয়েকজন সেখানে অপেক্ষা করছিলেন।
জকিগঞ্জ ইমিগ্রেশন অফিস সূত্র জানায়, অসুস্থতার কারণ দেখিয়ে আব্দুল হাই ভারতের একটি হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা করান। এক পর্যায়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারতে থেকেই চিকিৎসার প্রয়োজন দেখিয়ে তিনি ভিসার মেয়াদ বাড়িয়ে নেন।
Leave a Reply