নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তামাবিল সীমান্ত পথ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নোমান হোসেনকে বিজিবি আটক করেছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল পৌণে ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তামাবিলে তাকে আটক করে।
নোমান হোসেন উপজেলার লালাপুর গ্রামের হেলিম উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, তামাবিল আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পুলিশের নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। এই মামলায় তিনি জামিনে ছিলেন। এ অবস্থায় তার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
নোমান হোসেনকে পরে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে।