বিশেষ প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তামাবিল স্থলবন্দর চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের সীমান্ত এলাকায় দারিদ্র কমে আসবে।
শুক্রবার দুপুরে তামাবিল স্থলবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, স্থলবন্দর প্রতিষ্ঠিত হলে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায়। তাই শেখ হাসিনার সরকার দেশে ৯ বছরে ১১টি স্থলবন্দর প্রতিষ্ঠা করেছে।
দেশে আরো ১০টি কন্টেইনার বন্দর স্থাপনের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আর্থিক উন্নতি হয়।
অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় এদেশের ৭০ ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল। এই হার এখন সাড়ে ২২ শতাংশে নেমেছে।
অনুুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে একটি স্থলবন্দরও চালু করতে পারেননি; কিন্তু শেখ হাসিনা ৯ বছরে ১১টি স্থলবন্দর চালু করেছেন। আরো দুইটি স্থলবন্দর এক বছরের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ৯ বছর আগে দেশে স্থলবন্দর থেকে আয় ছিল ২০ কোটি টাকার কম। আর গত অর্থবছরে এই আয় ১৪৮ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো নজিবুর রহমান ও নৌ পরিবহণ সচিব আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী। এছাড়াও আওয়ামী লীগের গোয়াইনঘাট উপজেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, জৈন্তাপুর উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও পূর্বজাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু বক্তব্য রাখেন।
Leave a Reply