আলী হোসেন, গোয়াইনঘাট : সিলেটের তামাবিল স্থলবন্দর উদ্বোধন শুক্রবার। এর মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।
সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর উদ্বোধন করবেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া সরকারের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন।
সম্প্রসারিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আওতায় তামাবিল স্থলবন্দর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচনের পথ আরোও সুগম হচ্ছে।
তামাবিল স্থলবন্দর সম্প্রসারিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানেরও সৃষ্টি হবে বলে মনে করেন দায়িত্বশীলরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ জানান, এ স্থলবন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার লোকজনও উপকারভোগী হবেন।
তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী জানান, তামাবিল স্থলবন্দরে উন্নীত হওয়ায় ভারতের বিভিন্ন প্রদেশের সাথে বাংলাদেশের ব্যবসায়ীরা সহজে ব্যবসা করতে পারবেন।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ জানান, সরকারের আন্তরিক প্রচেষ্টায় তামাবিলকে একটি আধুনিক স্থলবন্দর হিসাবে গড়ে তোলা হয়েছে।
Leave a Reply