মো আলী হোসেন, গোয়াইনঘাট : বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখা এবং পেশাগত যোগাযোগ আরো জোরদার ও সুসংহত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় সিলেটের তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের পক্ষে নোডাল অফিসার বিজিবির উত্তরপূর্ব রিজিয়ন মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল এবং ভারতের পক্ষে নোডাল অফিসার বিএসএফ মেঘালয়ের সুশীল কুমারের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল।
সমন্বয় সভায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করার পাশাপাশি সীমান্ত এলাকায় এক যোগে কাজ করার জন্য একমত পোষণ করা হয়।
এর আগে সকালে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সন্ধ্যা ৬টায় ভারতীয় প্রতিনিধি দল তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করে।
Leave a Reply